টুডে নিউজ সার্ভিসঃ ‘প্রতিভা কালচারাল সেন্টারের’ আনন্দময় পথচলার ২৪ বছর পূর্ণ । ১৯৯৭ সালে কয়েকজন ছোট ছোট শিশুদের প্রতিভার বিকাশে যে ‘প্রতিভা কালচারাল সেন্টারের’ অঙ্কুরোদগম হয়েছিল তা বর্তমানে দুশোরও বেশী ছাত্র-ছাত্রীদের নিয়ে মহীরুহে পরিণত। দেশে ও বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পরিবেশনা সব সময় সমাদৃত ও প্রশংসিত। সেই সকল কৃতী ছাত্রছাত্রীদের পাশে নিয়েই ২০ আগস্ট পালন করা হয় প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে মূলত ওড়িশি নৃত্য ও অন্যান্য নৃত্যের মাধ্যমে এই ২৪ বছরের যাত্রা পথের খুশি ভাগ করে নেওয়া হয় সকলের সাথে।
বর্তমান করোনা পরিস্থিতিতেও কখনই থেমে থাকিনি। প্রথমে অনলাইন ও পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হলে সমস্ত বিধি মেনে অফলাইন মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সাথে যুক্ত থেকে নাচের মাধ্যমে তাদের মনের আনন্দ ও শারীরিক প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সর্বদা সাহায্য করেছে। প্রতিষ্ঠা দিবসেও সমস্ত রকম করোনা বিধি মেনেই ফেসবুক ও ইউটিউবের মত ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার আয়োজন করা হয়ে ছিলো।
Social