দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ গত রাতে বাঁকুড়ার মেজিয়া থানার নন্দনপুর এলাকায় নাকা চেকিং এর সময় একটি ছোট ট্রাককে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে দেখা যায় ওই ট্রাকে তিন কুইন্ট্যাল পোস্তর খোলা নিয়ে যাওয়া হচ্ছিল। পোস্তর খোলা পাচারের দায়ে গ্রেফতার করা হয়েছে পাচারের সঙ্গে যুক্ত শেখ আসরফ, বাবর আলি ও শেখ আনার নামের তিন পাচারকারীকে। ধৃতরা তিন জনই বীরভূমের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
বাজেয়াপ্ত করা হয়েছে পোস্তর খোলাগুলি। পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়ার মেজিয়া থানার কেশর মানা এলাকায় গোপনে পোস্তর চাষ করে একদল অসাধু চাষি। সেখান থেকেই সম্ভবত পোস্তর খোলাগুলি চড়া দরে কিনে রানীগঞ্জ হয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল পাচারকারীরা। মাদক তৈরীর উদ্যেশ্যেই পোস্তর খোলাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এই পোস্তর খোলাগুলি ভিন রাজ্যের কোথায় পাচারের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
Social