টুডে নিউজ সার্ভিস, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলায় দিনের পরদিন করোনা পজিটিভ সংখ্যা বাড়ছে পাশাপাশি মৃত্যুর মিছিলও বাড়ছে। তারপরেও এখনও পর্যন্ত মানুষ সচেতন নয়। বাজার হাটে মানুষের ভিড় দেখার মত। সরকারের তরফ থেকে সচেতনতা কারার চেষ্টা করলেও সাধারণ মানুষ শুনছে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে বেস কয়েক জনকে আটক এবং ফাইনও করা হয়েছে। মানুষকে সচেতন করার জন্য পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। এদিকে চাহিদা মতো ভ্যাকসিন নেই হাসপাতালে। তা নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। সরকারি নির্দেশ অনুযায়ী সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৫ টা থেকে ৭টা দোকান খোলা থাকবে। সময়ের নির্দেশ থাকলেও তা মানছেন না অনেক দোকানদার। প্রশাসনের তরফ থেকে বলা হলেও মাস্ক না পরে অনেকেই বাইরে বেরোচ্ছেন। সাধারণ মানুষ সচেতন না হলে বাড়বে করোনা সংক্রমণ। পাশাপাশি বাড়বে মৃত্যুর সংখ্যাও।
Social