টুডে নিউজ সার্ভিস, কাটোয়াঃ কাটোয়া থানার ঘোড়ানাশ গ্রামের রায় পরিবারের দুর্গাপুজো এলাকায় “ক্ষ্যাপা মায়ের” পুজো বলে খ্যাত। ক্ষ্যাপা মা নামকরণ কী করে হল, তার সঠিক ব্যাখা মেলে না। তবে গ্রামবাসীদের কাছে খ্যাপা মা খুবই জাগ্রত। মনস্কামনা পূরণের আশায় অনেকই তার কাছে মানত করে।
গ্রামবাসিন্দারা বললেন, রায় পরিবারের পুজো হলেও, ক্ষ্যাপা মা এখন গ্রামের সার্বজনীন পুজো। সেইজন্য প্রতিমা বিসর্জনের সময় বাহক ঠিক করতে হয় না। মাকে কাঁধে নেওয়ার জন্য গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পাটকাঠির মশালের আলোয় প্রতিমা নিয়ে বাহকরা দৌড়াতে দৌড়াতে বিসর্জন দিতে যান ব্রহ্মাণী নদীতে। এই রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে। এবার পুলিশের প্রশাসনের সহযোগিতায় বিসর্জন হয়।
Social