পরিচয় ট্রাস্টের উদ্যোগে ভাতার বাজারে সতর্কীকরণ প্রচার

Burdwan Today
1 Min Read


টুডে
নিউজ সার্ভিস, বর্ধমানঃ সমগ্র পৃথিবী তথা ভারতবর্ষের কোভিড ১৯-এর গ্রাফ ক্রমশ উদ্ধমুখি । আমাদের বাংলাতেও করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে । এমতাবস্থায় পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনার পরিচয় ট্রাস্টের উদ্যোগে ভাতার বাজারে বৃহস্পতিবার করোনা ভাইরাস এর সতর্কীকরণ প্রচার করা হয়। ট্রাস্টের সম্পাদক শেখ রাজুর উদ্যোগে এবং সুমিত রুদ্র, টুকটুকি খাতুন ও সমীর দাস-এর সহযোগিতায়‌। 

এদিন  সতর্কীকরণের  পাশাপাশি প্রায় ৫০০ মাস্ক এবং হ্যান্ডবিল বিতরণ করা হয়। ট্রাস্টের সম্পাদক শেখ রাজু জানান, বিশ্ব তথা ভারতবর্ষ করোনা ভাইরাসে আক্রান্ত। এমত অবস্থায় মহামারী থেকে বাঁচতে একমাত্র সচেতনতায় সমগ্র মানব জাতির পক্ষে কল্যাণীয়। সকলে মাস্ক পড়ুন, হ্যান্ড স্যানিটাইজার করুন, বিনা কারণে বাড়ির বাইরে আসবেন না প্রভৃতি সতর্কীকরণের পাশাপাশি সংক্রমণের ঝুঁকি রোধে কি কি করনীয় তা প্রচার করা হয়। ভাতার ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে কোভিড ১৯ এই পরিস্থিতিতে মানুষের পাশে পরিপূর্ণভাবে সহযোগিতার দিকটিও তুলে ধরা হয় প্রচারের মাধ্যমে ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *