টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের বাড়ছে করোনা সংক্রমণ আর সেই সংক্রমণ বাড়ার পরেই নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন এবং স্বাস্থ্যদপ্তর। মানুষকে সতর্ক সচেতন করা হচ্ছে বারে বারে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে।বর্ধমান শহর জুড়েও বাড়ছে করোনা সংক্রমণ ।স্বাভাবিক ভাবেই উদ্বিগ্নতা বাড়ছে শহর জুড়ে ।এই পরিস্থিতির মধ্যে দারিয়ে ফের মানুষকে সতর্ক ও সচেতন করতে পথে নামলো মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানের হৃদয় । এই সামাজিক সংগঠনের তরফ থেকে বর্ধমানের প্রানকেন্দ্র কার্জনগেট চত্বরে মাস্ক বিলি করা হয় ।এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেসমস্ত মানুষজন মাস্ক বিহীন অবস্থায় রাস্তায় বের হচ্ছেন তাদেরকে সতর্ক সচেতন করার পাশাপাশি প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো মাস্ক ।
Check Also
প্যামড়া সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ শুভ নববর্ষ মহোৎসব
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর …