বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নিয়ন্ত্রণ হারিয়ে পণ্য বোঝাই দশ চাকার একটি লরি বস্তিতে ঢুকে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। লরির সামনে মাটিচাপা পড়ে যাওয়া একটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। তবে লরি নিচে চাপা পড়ে মৃত ওই ব্যক্তির দেহ এখনও পর্যন্ত আটকে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির তলায় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা আটটা নাগাদ নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার তারামা মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে ইতিমধ্যেই বস্তির ভেতরে ঢুকে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে। তবে লরিটি তলায় এই মুহূর্তে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।
জানা যায়, এই দিন সন্ধ্যায় কৃষ্ণনগর থেকে বহরমপুর গামী একটি পণ্যবোঝাই দশ চাকার লরি তারামা মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক লকনো একটি বস্তিতে ঢুকে পড়লে দুর্ঘটনাটি ঘটে। লরির তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কোল্ডস্টোর কর্মীর, ওই সময়ে মৃত সেই ব্যক্তি বস্তিতে তেল কিনতে এসে ছিল বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। আচমকা এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ওই এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে সরিয়ে ফেলতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে পুলিশকর্মীরা। ঘাতক লরি চালক মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে স্থানীয় সূত্রে। এরপর ঘাতক লরির চালককে আটক করে থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ।