রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ নোটিশ ছাড়া ব্যাংক বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। ভারী বর্ষণ ও বাজ পড়ার কারণে বালুরঘাট শহরে জেলা মুখ্য স্টেট ব্যাংকে বেশ কিছু বৈদ্যুতিক ইউনিট বিকল হয়ে পড়ে। তার মেরামতের কারণে অঘোষিত ভাবে বন্ধ রাখা হলো ব্যাংক।
জানাগেছে, রাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ হয় আর তার ফলে স্টেট ব্যাংকের মূল শাখার বেশ কিছু কম্পিউটার, সিসিটিভি এবং নানা ধরনের বৈদ্যুতিক পরিষেবা বিকল হয়ে পড়ে। যার ফলে ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে বলে জানা গেছে সূত্র মারফত । যদিও হটাৎ করে ব্যাংক বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছেন দূর দূরান্ত থেকে আসা গ্রাহকরা।
Social