Breaking News

নীলপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মীনাক্ষীর

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভোটের দফা যত বাড়ছে তৃণমূলের মনোভাব তত কমছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন  “তৃণমূল আর উঠে দাঁড়াতে পারবে না”, বুধবার সন্ধ্যায় বর্ধমানের নীলপুরে মিলন সংঘের মাঠে জনসভা থেকে এরকমই কটাক্ষ করলেন সংযুক্ত মোর্চার  সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জি। তিনি এদিন একদিকে যেমন তৃণমূল সরকারকে আক্রমন করেন তেমনি দেশে বেকারত্ব ও মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন। 

এদিন সংযুক্ত মোর্চার মঞ্চে মীনাক্ষী ছাড়াও ছিলেন পৃথা তা, কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন সুদীপ মজুমদার সহ প্রমুখেরা। মীনাক্ষী মুখার্জি বলেন,” বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দিনের পর রেজাল্ট নিয়ে সমস্যা তৈরি হয়েছে। অসংখ্য পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট হয়েছে। এক সময় বর্ধমান ধান উৎপাদনে দেশে প্রথম ছিল। কিন্তু, এখন পাড়াদ্বীপ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একের পর এক রাইস মিল গুলি বন্ধ হয়ে যাচ্ছে। ” তিনি আরও বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত  সবেতেই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু, মেয়েদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেননি।” পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন,” বিজেপি ইস্তেহারে মহিলাদের জন্য ৩০ শতাংশ সংরক্ষণের কথা বলেছে। অথচ, এয়ারলাইন্স গুলি বিক্রি করে দিচ্ছে। সেখানে বিমানসেবিকা হিসেবে কর্মরত  হাজার হাজার মহিলা কর্মহীন হয়ে পড়ছেন। ” কেন্দ্র সরকার ও তৃণমূল সরকারের খেলায় রাজ্যবাসী কঠিন সময়ের সম্মুখীন হয়েছে। এস এস সি, টেট, পি এস সির পরীক্ষা এখন চন্দ্রগ্রহণ, সূর্য গ্রহণের মতো হয়ে দাঁড়িয়েছে।” তিনি বলেন, নন্দীগ্রামের মতো বর্ধমানের মানুষও তৃণমূল-বিজেপির মতো জোড়া বিপদের হাত থেকে বাঁচতে বিকল্প খুঁজতে শুরু করে দিয়েছেন।” তাই, আগামীদিনে শিরদাঁড়া সোজা করে বাঁচতে সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থীকে জয়ী করতে ভোটদানের আহবান জানান তিনি। 

About Burdwan Today

Check Also

প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোওয়ার আসর

পারিজাত মোল্লাঃ সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার অষ্টম মৃত্যুবার্ষিকী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *