টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আশঙ্কা ছিলই। তাই প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করে নির্দেশিকা বোর্ড লাগানো হয়েছিল বহুদিন আগেই। নিষিদ্ধ করা হয়েছিল যেকোনো ভারী যানবাহন চলাচল। তবুও প্রতিদিন নিয়ম ভেঙে দেদার যাতায়াত করছিল বালির গাড়ি, ইটের গাড়ি থেকে অন্যান্য ভারী যানবাহন। শেষমেষ বুধবার সকাল ১০টা নাগাদ ভেঙ্গে গেল গলসী-২ ব্লকের স্বাধীনতার সময় তৈরি হওয়া ডিভিসি সেচ খালের উপর উড়ো সেতু। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে একটি ইট বোঝাই লরি এই সেতুর উপর দিয়ে পেরোনোর সময় সেতুর একটি অংশ ভেঙে বসে যায়। সেতুর একটি পিলারও ভেঙে যায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রেহাই পেয়ে যায় লরিটি। সেতুর ভাঙা অংশে লরির পিছনের চাকা বসে গিয়ে আটকে ঝুলতে থাকে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গলসী থানা থেকে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে লরিটিকে উদ্ধার করার কাজ শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমেই লরিটিতে বোঝাই করা ইট খালি করার কাজ শুরু করে। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্থানীয়ররা।
Check Also
প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …