টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান স্টেশনে তৃণমূল ছেরে বিজেপিতে যোগদান করলেন তিনজন ।তাদের মধ্যে জেলার সাধারন সম্পাদক ঠাকোহরি ঘোষ,সমাজসেবী পিরু দত্ত ,রুমি ব্যানার্জি যোগ দিলেন।এদিন বর্ধমান দক্ষিন বিধানসভার কেন্দ্রের প্রার্থী সন্দিপ নন্দি তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন।এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগী ,বিজেপি নেতা খোকন সেন সহ অনান্য বিজেপির কর্মীসমর্থকেরা।
Check Also
প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোওয়ার আসর
পারিজাত মোল্লাঃ সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার অষ্টম মৃত্যুবার্ষিকী …