বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি লরির ধাক্কা বিদ্যুতের খুঁটিতে অল্পের জন্য রক্ষা পেল স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল আনুমানিক আটটা নাগাদ নবদ্বীপ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মালঞ্চ পাড়ার কুটির পাড়া এলাকায়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা যায়, নবদ্বীপ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মালঞ্চ পাড়া কুটির পাড়া মহাপ্রভু সার্ভিস নামে একটি গ্যাস সার্ভিস সংস্থা রয়েছে।
প্রতিদিনের মতো এদিনও সকাল সাড়ে সাতটা নাগাদ কয়েকটি গ্যাস সিলিন্ডার গ্যাস গোডাউনের সামনে এসে পৌঁছায় একটি গ্যাস সিলিন্ডার ভর্তি লরি। গোডাউনের সামনে দাঁড় করিয়ে চালক গোডাউনের ভেতরে যায়, সেই সময় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিটি কোনোভাবে গড়িয়ে প্রায় কুড়ি ফুট দূরে রাস্তার ডান দিকে জোড়া বিদ্যুতের খুঁটিতে গিয়ে সজোরে ধাক্কা মারলে বিদ্যুতের খুঁটি দুটি প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তর ও পুলিশকে। বেশ কিছুক্ষণ পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন।
Social