নিখিল কর্মকার, নদীয়াঃ স্ত্রীর সাথে অশান্তির জেরে নিজের শরীরের একাধিক অংশে ধারালো ছুরির আঘাত করে আক্রান্ত হলো স্বামী। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের মাতাল গড় এলাকায়। পরিবার সূত্রে জানা যায় শান্তিপুর মাতাল গড় এলাকার বাসিন্দা দিলীপ দাস(৪০) পেশায় দিনমজুরের, এর আগেও বেশ কয়েকবার তার স্ত্রীর সাথে অশান্তি হয় শুক্রবার রাত্রি ন’টা নাগাদ অশান্তি চরমে ওঠে এর পরেই বাড়িতে থাকা একটি ধারালো ছুরি দিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। আহত দিলীপ দাসকে তড়িঘড়ি এলাকার লোকজন এসে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। আক্রান্ত দিলীপ দাসের মুখ থেকে জানা যায় তার স্ত্রী বেশ কয়েকদিন আগে শান্তিপুর বড় বাজার এলাকায় বাবার বাড়িতে চলে যায় বারেবার আনার চেষ্টা করলেও আসেনি। গতকাল রাতে আবারও একবার আনতে গেলে না আসায় মানসিকভাবে ভেঙে পড়ে নিজের শরীরের বিভিন্ন অংশে ছুরির আঘাত করেন তিনি।
Check Also
স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে জেলায় নতুন চারটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে
টুডে নিউজ সার্ভিস, কালনাঃ পূর্ব বর্ধমান জেলার কালনা মিউনিসিপালিটি এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চারটি …