বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ গবাদি পশুর চিকিৎসা করতে গিয়ে ব্রুসেল্লায় আক্রান্ত হলেন নবদ্বীপ ব্লকের প্রাণী বন্ধু সুমন ঘোষ। তিনি গবাদি পশুর ভ্যাকসিনেশন করতে গিয়ে আক্রান্ত হন ব্রুসেল্লায়। আক্রান্ত সুমন ঘোষ চিকিৎসার জন্য ছুটে যান কলকাতার সরকারি চিকিৎসা কেন্দ্রে। সেখান থেকে চিকিৎসকরা জানান এই রাজ্যে এই ধরনের কোনো চিকিৎসা নেই। আপনাকে রাজ্যের বাইরের অন্যকোনো জায়গা থেকে চিকিৎসা করাতে হবে। এখানেই প্রশ্ন দিনরাত পরিশ্রম করে গবাদি পশুর চিকিৎসা করছেন প্রাণী বন্ধুরা। আর তারা যখন আক্রান্ত হচ্ছেন তারা বঞ্চিত হচ্ছেন চিকিৎসা থেকে। সরকারিভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। শুধু নবদ্বীপ নয় রাজ্যের বিভিন্ন জেলাতে ব্রুসেল্লায় আক্রান্ত হচ্ছেন একাধিক প্রাণী বন্ধু। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল হলেন একাধিক প্রাণী বন্ধু কর্মীরা। তারা দাবি করেন দিন নেই রাত নেই তারা বাড়ি বাড়ি গিয়ে গবাদি পশুর চিকিৎসা করছেন তাদের নিরাপত্তা কোথায়। সরকারিভাবে কোনো রকম সহযোগিতা বা কোন সুরক্ষা তাদেরকে দেওয়া হচ্ছে না।
নবদ্বীপের সুমন ঘোষ আক্রান্ত হবার পর তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন চিকিৎসার অভাবে। প্রাণী বিকাশ আধিকারিক থেকে শুরু করে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। কিভাবে তারা এই পরিষেবা চালিয়ে যাবে সেই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। তারা আজ সুমনের পাশে আছে বলেই দীর্ঘক্ষন বিক্ষোভ দেখালেন প্রাণী বিকাশ বন্ধুরা। এখন সরকারিভাবে কতটা সহযোগিতা তারা পান বা রাজ্য সরকার এই বিষয়ে কতটাই পদক্ষেপ নেন সেটাই দেখার।
Social