বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ ভীমপুর থানার অন্তর্গত ভীমপুর নতুন পাড়া এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। সূত্রের খবর যুবক দিবাকর বিশ্বাস (১৫), পিতা বিনোদবিহারী বিশ্বাস বাড়ি নতুনপাড়া গত মঙ্গলবার বাড়ি থেকে কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে যায়। পরেরদিন বাড়ির লোক খোঁজাখুঁজি করে এবং তার বন্ধুদের কাছে খোঁজ করে কিন্তু তিনদিন পরও যখন তার খোঁজ মেলে না তখন ভীমপুর থানায় মিসিং কমপ্লেন করে। এদিন দুপুর বারোটা নাগাদ বাড়ির পাশেই এক বাগানে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তার উদ্ধার হওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
Check Also
প্যামড়া সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ শুভ নববর্ষ মহোৎসব
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর …