টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড নীলপুর এলাকায় নিকাশী ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ বাসিন্দাদের। শুক্রবার নিকাশি নালা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা।তাদের অভিযোগ অল্প বৃষ্টির হলেই একালায় নালার জল উপচে গিয়ে জমে থাকে। ফলে যাতায়াত করতে অসুবিধা হয়। এলাকাবাসীর আরও দাবি, জমা জল থেকে এলাকা দূষিত হচ্ছে। রোগের প্রকোপ বাড়ছে। পৌরসভায় জানানোর পরেই কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত কুমার গুহর কাছে যোগাযোগ করা হলে কোনো উত্তর দিতে চাননি তিনি। তিনি মৌখিকভাবে বলেন, যত দিন ভোটের ফলাফল বের হচ্ছে না ততদিন কিছু বলা যাবে না। ফলে করোনার সময় দূষণ নিয়ে সমস্যা পড়েছেন এলাকাবাসী।
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social