টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ না ফেরার দেশে চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক বর্তমানে বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালের মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
তাঁর প্রয়ানে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। কয়েকদিন ধরেই বাধ্যক্যজনীত সমস্যা নিয়েই ভর্তি ছিলেন কলকাতার এক বেসরকারী হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বর্ধমান শহরের বিভিন্ন উন্নয়নের কাজের কান্ডারি ছিলেন রবিবাবু। মানুষের পাশে মানুষের কাছের মানুষ ছিলেন এই রবি বাবু।