বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ কালীপুজোর রাতে শাড়ি তৈরির সুতো মজুত করে রাখা গোডাউনে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য হিমশিম খেতে হয় দমকল বাহিনীর কর্মীদের। আতঙ্কে গোটা এলাকার মানুষ ঘটনাটি শান্তিপুর থানার মোড় বসন্ত পল্লী এলাকায়। জানা যায় বৃহস্পতিবার রাত্রি সাড়ে ১০টা নাগাদ ওই এলাকার বাসিন্দা জগদীশ চন্দ্রের শাড়ি তৈরির সুতো মজুদ করে রাখা গোডাউনে হঠাৎই ভয়াবহ আগুন লেগে যায়। এলাকার স্থানীয়দের দাবি কালী পূজা উপলক্ষে অনেকেই ফানুস উড়িয়ে থাকে সেই ফানুসের আগুনের ফুলকি কোন কারনে সুতো মজুদ করে রাখা গোডাউনে পরে এরপরেই আগুন ধরে যায় গোটা গোডাউনে।
ঘটনাটি নজরে পড়তেই স্থানীয়রা খবর দেয় দমকল অফিসে ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর আগেই ভয়াবহ আগুন লেগে যায় গোটা গোডাউনে। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় গোটা সুতো মজুদ করে রাখা গোডাউন। এছাড়াও আগুনের শিখা ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গায় যার কারণে দমকল বাহিনীর কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য রীতিমতো হিমশিম খেতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্কের ছায়া নেমে আসে।
Social