দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ দিল্লীর কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে, নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে নামলো সি.আই.টি.ইউ, এ.আই.টি.ইউ.সি সহ বাম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি। শনিবার সকালে বাঁকুড়া মূখ্য ডাকঘরের সামনে প্রতিবাদ আন্দোলনে সামিল হন বাম গণসংগঠন গুলির নেতা কর্মীরা।
এদিনের কর্মসূচীতে অংশ নিয়ে ডি.ওয়াই.এফ.আই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখার্জী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মোদি সরকার যে তিনটে ‘ভয়ঙ্কর কৃষি আইন’ চালু করতে চাইছে কৃষকরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কৃষিপ্রধান এই দেশের কৃষকদের বাঁচাতে হবে। ঐতিহাসিক কৃষক আন্দোলনকে স্তব্ধ করতে নানান রকম ন্যাক্কারজনক চেষ্টা হয়েছে দাবি করে তিনি আরো বলেন, সমস্ত বাধাকে অতিক্রম করে ঐ আন্দোলন সাত মাসে পা দিয়েছে। বামপন্থী ছাত্র, যুব, মহিলা সহ সমস্ত গণ সংগঠন গুলি ঐ কৃষক আন্দোলনকে সমর্থণ করছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘মোদি সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চাইছে। এরপরেও উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বলেন, ‘সাংবাদিকদেরও নিরপেক্ষ ভূমিকা পালন করতে দেওয়া হচ্ছেনা’। এই অবস্থায় কালা কৃষি আইন বাতিল, বিদ্যুৎ বিল বাতিল, শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র রক্ষার দাবি নিয়ে তারা পথে নেমেছেন। এরপরেও দাবি পূরণ না হলে লাল ঝাণ্ডার নেতৃত্বে সারা দেশ স্তব্ধ করে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারী দেন।
Social