দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ দ্বারকেশ্বর নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীতে জল বারার ফলে নদী গর্ভে চলে যাচ্ছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের খটনগর কলোনি গ্রামের বিঘার পর বিঘা জমি। এই গ্রামের বাসিন্দারা কৃষির উপর নির্ভরশীল। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে জানিয়েছেন ভাঙন কবলিত গ্রামের বাসিন্দারা। দ্বারকেশ্বর নদীর ভাঙনের আতঙ্কে গ্রামের কয়েকশো পরিবার। দ্রুত বাঁধ তৈরি না হলে এই গ্রামের সব জমি জায়গা দ্বারকেশ্বর নদীর গর্ভে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছে।
খটনগর কলোনি গ্রামের বাসিন্দারা বলেন, আমরা কৃষির উপর নির্ভরশীল। খুব তাড়াতাড়ি বাঁধ না হলে সব জমি নদীর গর্ভে চলে যাবে। তাই সরকারের কাছে আবেদন বাঁধের ব্যবস্থা করলে আমারা জমি গুলো বাঁচাতে পারবো।
Social