নিখিল কর্মকার, নদীয়াঃ খালে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলে তিন জনের। ঘটনায় আহত হয়েছেন আরও সাত-আট জন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল আনুমানিক ৪:৩০ নাগাদ নদীয়ার ভীমপুর থানার কৃষ্ণগঞ্জ ব্লকের ঘোষপাড়া কুলতলা এলাকার টেংরী খালে। স্থানীয় জানা যায়, এই দিন বিকেলে ওই এলাকার একটি খালে মাছ ধরতে নামে বেশ কয়েকজন ব্যক্তি।
এরপরই জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ওই এলাকাতেও প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। সেই সময় প্রবল বর্ষণের সাথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। এছাড়াও গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা অপর একজনকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তিদের নাম হাফিজুল মণ্ডল, যাদব ঘোষ ও সুপ্রিয় ঘোষ। এদের মধ্যে হাফিজুলের বয়স ২২ বছর। বাকি দু’জন ৩৫ বছর বয়সী বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ঘটনায় আহত আরও ৭ জন ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় কালিতলা ঘোষপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Social