দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ মঙ্গলবার দুপুর নাগাদ দ্বারকেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নদীর জলে নিখোঁজ হয়ে গেল আনুমানিক ৩৪ বছরের এক যুবক। নিখোঁজ যুবকের নাম উত্তম রুইদাস। বাঁকুড়া জেলার ইন্দাস থানার পালপোতা গ্রামের ঘটনা। এই দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। ইন্দাস থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে খোঁজ চালায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, ছেলেটির হাতে জাল দেখা যায়নি। তবে একটা জাল ভাসতে দেখা যায়। ছেলেটি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে চিৎকার করে। আমি আশেপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করি। তারপর ছেলেটি আসতে আসতে নদীর জলে তলিয়ে গেল। ডুবুরি এসে নদীতে নেমে তল্লাশি শুরু করে।
Check Also
মৎস্য চাষ নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ শিবির মন্তেশ্বরে
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ও মেমারি দু’নম্বর ব্লকের প্রায় ৩০ জন মৎস্য চাষীকে নিয়ে প্রশিক্ষণ …