রমা চ্যাটার্জি, বালুরঘাটঃ দিশারী সংকল্পের বিশ্ব নদী দিবস উদযাপন বালুরঘাটে। ২৬ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে এদিন কতগুলো দাবিকে সামনে রেখে এবং নদী সাফাই করে বিশ্ব নদী দিবস উদযাপন করলো পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্প। রবিবার সকালে সংস্থার প্রতিনিধিরা বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান নদী আত্রেয়ীর সদর ঘাটে প্রতিমার কাঠামো তোলেন। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক তুহিন শুভ্র মন্ডল, সভাপতি অমল বসু ছাড়াও ছিলেন সঙ্গীত কুমার দেব, মনোজিত দেব, জুলিয়াস হাসান চৌধুরী, সঞ্জয় রায়, শ্রুতি গোস্বামী, কিঙ্কর দাস,নীলাদ্রি শেখর মুখার্জী প্রমুখ।
বিশ্বকর্মা পুজোর পর বিসর্জন দেওয়া প্রতিমা গুলো জলেই ছিল। প্রতিমার গায়ে থাকা ক্ষতিকর রাসায়নিক যেমন ক্রোমিয়াম, হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম, লেড, ল্যাকার ইত্যাদি মিশে জল দূষণ ঘটায়। তাই এদিন নদীর কাঠামো গুলো তুলে সচেতনতার বার্তা দিল দিশারী সংকল্প। তাদের বক্তব্য শুধু দুর্গা পূজার সময় নয় সারাবছর নদীর দিকে নজর দিতে হবে। নদীকে ভালো রাখতে হবে। দূষণ মুক্ত রাখতে হবে।
এছাড়াও তুহিন শুভ্র মন্ডল জানান, সবুজ মঞ্চ রাজ্য নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে নদী দিবসে আমরা মুখ্যমন্ত্রী, জলসম্পদ মন্ত্রী ও পরিবেশ দপ্তরে মেইল করে সারা রাজ্যের নদীর জন্য দাবিপত্র পাঠাবো।
Social