টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারির অন্তর্গত খোট্টাডিহি গ্রামে সোনালি গিরি নামে এক দলীয় কর্মীকে দেখতে গিয়ে হেনস্থার মুখে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ, নিতাই মন্ডল নামে জনৈক এক ইসিএল কর্মীর নেতৃত্বে, শুরু হয় জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে ধরে ব্যাপক গালিগালাজ। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। হেনস্থা করা হয় তাকে। এই নিতাই মন্ডল তৃণমূল কর্মী বলে পরিচিত। এরপর অহেতুক হেনস্থার প্রতিবাদে, রাস্তায় বসে পড়েন জিতেন্দ্র তেওয়ারি।পুলিশের সামনেই তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ, নাম না করে তিনি এই দায় চাপিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও তার অনুগামীদের বিরুদ্ধে।
এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে পৌঁছোয় পুলিশ। প্রাক্তন বিধায়ককে তার গাড়িতে তুলে এলাকা থেকে বের করে দিতে সক্ষম হয় পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই বলে জানিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
Social