ঝিলিক দাস, বীরভূমঃ নানুর থুপসারা অঞ্চলের সিদাই গ্রামে সোমবার আয়োজন করা হলো ভ্যাকসিন সচেতনা শিবিরের। কোভিড ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। সেই আতঙ্ককে দূর করতে এদিন একটি ভ্যাকসিন সচেতনা শিবিরের আয়োজন করা হয়, যাতে সাধারণ মানুষ ভ্যাকসিন নিতে পিছিয়ে না পড়ে।
এছাড়াও অজয় নদীতে এদিন একটি নৌকার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নানুরের থুপসারা অঞ্চলে সিদাই গ্রামের পাশ দিয়ে গেয়েছে অজয় নদী। আর এই অজয় নদীর এপারে বীরভূম ওপারে পূর্ব বর্ধমান জেলা। সিদাই গ্রামের অধিকাংশ মানুষের নদীর ওপারে অর্থাৎ পূর্ব বর্ধমান জেলায় জমি আছে। সাধারণ মানুষের ও কৃষকদের কথা মাথায় রেখে কৃষি ব্যবস্থাকে মজবুত করতে সাধারণ মানুষের জন্য একটি নৌকা অজয় নদীতে নামিয়ে উদ্বোধন করলেন বীরভূম জেলার কর্মাধ্যক্ষ কেরিম খান ও নানুর ব্লকের বিডিও সৌভিক ঘোষ। এই নৌকা চলাচলের ফলে উপকৃত হবেন প্রায় ১ হাজার চাষী।
Social