টুডে নিউজ সার্ভিস, বেলঘরিয়াঃ প্রতিদিন সন্ধ্যা হলেই বেলঘরিয়া প্রসাদ নগরে একটি আবাসনে মদ্যপ অবস্থায় একাধিক মহিলাকে নিয়ে চলতো উদ্দাম পার্টি। বিকট শব্দে চলতো সাউন্ড সিস্টেম৷ পার্টি শেষে আবাসনের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো মদের বোতল, এঁটো খাবার, ব্যবহৃত কন্ডোম৷ কিছু বলতে গেলেই জুটতো হুমকী৷ দীর্ঘদিন ধরে এই অত্যাচারে বিরক্ত আবাসনের বাসিন্দারা দারস্থ হয় এলাকার যুব তৃণমূল নেতৃত্বের৷
গতদিন রাতে পার্টি চলাকালিন বেলঘরিয়ার যুব তৃণমূল নেতা আরমান খানের নেতৃত্বে কিছু যুব তৃণমূল কর্মী ঘটনাস্থলে গিয়ে দেখেন বন্ধ ফ্ল্যাটে মদ্যপ অবস্থায় বরানগরের যুব তৃণমূল নেতা শঙ্কর রাউথ সহ ২ জন যুবক ৩-৪ জন বহিরাগত মহিলাকে নিয়ে পার্টি করছে। তারা এই বিষয় প্রতিবাদ জানালে ২ পক্ষের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি বেধে যায়। এর আগেও বারানগরের তৃণমূল নেতার নামে মধুচক্র চালানো সহ অন্যান্য সমাজবিরোধী মূলক অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। শঙ্কর রাউথের এই ঘটনা সামনে আসার পর বেজায় অসস্তিতে উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস। ভবিষ্যতে এ হেন যুব তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ দল নেয় কিনা সেটাই এখন দেখার ৷
Social