সুপ্রিয় পরামানিক, দুর্গাপুরঃ কাঁকসার বিদবিহারের বিজেপির অঞ্চল সম্পাদকের দাদা শিবপুরের তৃণমূল কর্মীর মেয়েকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার।অভিযুক্ত বিজেপি বিদবিহার অঞ্চল সম্পাদকের দাদা সাধু বাগদিকে রবিবার তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। অভিযুক্ত ব্যাক্তি সবজি ব্যাবসার সাথে যুক্ত। শিবপুরের তৃণমূল কর্মীর অভিযোগ একাধিকবার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার মেয়ের সাথে অশালীন আচরণ করেছে সাধু বাগদী।
গত ১৪ জুলাই তিনি জানতে পারেন তার মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে। তারপরেই কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কাঁকসার মলানদীঘি ক্যাম্পের পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত সাধু বাগদিকে গ্রেফতার করে শিবপুর থেকে। রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত সাধু বাগদিকে।