টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার পূর্ব বর্ধমান জেলার ১৬ জন বিধায়ক, ২৩ জন ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিদের সম্বর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে নবনিযুক্ত জেলা তৃণমূল সভাপতি, জেলা সভানেত্রী, জেলা যুব সভাপতি, শ্রমিক সংগঠনের সভাপতি ও ছাত্র সভাপতিদের সম্বর্ধনা দেওয়া হয় এদিন। জামালপুরের নেতাজী ময়দানে হয় এই কর্মসূচি, সাক্ষী ছিলেন জামালপুর ব্লকের হাজার পাঁচেক মানুষ সহ স্থানীয় নেতা-নেত্রীরা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা সভাধিপতি শম্পা ধাড়া সহ জেলা তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা।
তৃতীয় বারের বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। ২৪ নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এখন থেকে ঝাপিয়ে পরতে হবে। সেই সঙ্গে জনগণের কাছে রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্প গুলি পৌঁছে দেবার প্রতিশ্রুতি দেন মন্ত্রী থেকে বিধায়ক।
Social