Breaking News

ডুবন্ত লক্ষ্মীকে বাঁচাতে ঘরের লক্ষ্মী মাঠে

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ অঞ্চল অকাল নিম্নচাপের প্রবল বৃষ্টির জলে ভাঁসছে। বিস্তীর্ণ অঞ্চলে বহু ধান জমিতে এখনও জল থই থই অবস্থা। ধানক্ষেতের অবস্থা দেখলে যে-কোনো চাষীর দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠবে বাতাস।

সারাবছরের খাদ্যের উৎস ধান, সেই ধন সবটাই প্রায় নষ্ট হওয়ার পথে। পরবর্তী চাষতো হবেই না উল্টে মাঠের ধান মাঠেই নষ্ট হতে দেখে হাহাকার চাষীদের। তাই ডুবন্ত লক্ষ্মীকে বাঁচাতে ঘরের লক্ষ্মী সকাল থেকে মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কোন কোন চাষী অবশ্য কিছু পাওয়ার আশায় এক হাঁটু জল থেকে কাটা ধান ডাঙ্গায় তুলে নিয়ে আসছে, কেউ কেউ সেই চেষ্টা করছে না। সেইসব চাষীদের দাবি এ ধানে পচন এসে গেছে, তুলে নিয়ে গিয়ে তেমন কিছু পাওয়া যাবে না। তাছাড়া জল  থেকে তুলে ডাঙ্গায় নিয়ে এসে ঝাড়াই  করতে যে খরচ হবে তাতে খরচ উঠবে না। এখন সরকারই ভরসা যদি কিছু সাহায্য সহযোগিতা করেন তবেই পরবর্তী চাষ এবং সংসার প্রতিপালন করতে পারব নয়তো কি যে হবে ভেবে পাচ্ছিনা।

About Burdwan Today

Check Also

সৃজনী প্রেক্ষাগৃহে আর্ট ওয়ার্কশপ

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *