সুপ্রিয় পরামানিক, দুর্গাপুরঃ ডিপিএলের অব্যবহৃত জমি বিক্রি ও সংস্থাকে রুগ্ন করার পরিকল্পনার অভিযোগ বাম ও বিজেপির এই দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেছে এই দুই দল। ২০ জুলাই ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে সভা করে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, ডিপিএলের জমি কোনভাবেই বিক্রি করতে দেবেন না জমি আন্দোলনে তিনি ডক্টরেট করেছেন।
এই মিথ্যা প্রচারের অভিযোগ তুলে শুক্রবার একই জায়গায় সভা করলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি। এদিন অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সরকারকে বদনাম করার চেষ্টা করছে। রাজ্য সরকার ডিপিএলকে পুনরুজ্জীবন করার চেষ্টা চালাচ্ছে। সংস্থার আবাসন দখল করে যারা রয়েছে তাদেরকেই উচ্ছেদের কথা বলেছেন। বিশ্বনাথ পারিয়াল-এর নেতৃত্বে ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Social