তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রসোড়া পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই জনের। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাব্দুল সেখ ও শুভরাজ নন্দন । বাড়ি ভরতপুর থানার অন্তর্গত সিজগ্রামে। এদিন বিকেলে বহরমপুর থেকে মিটিং করে বাড়ি ফিরছিলেন ভরতপুরে নিজের বাড়িতে। তখন কান্দি থানার রসোড়া এলাকায় মোটর বাইককে ডাম্পার এসে ধাক্কা মারে এবং দুর্ঘটনায় গুরুতর জখম হয় দুইজন। আহত অবস্থায় দুইজনকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। যদিও ঘাতক ডাম্পার পলাতক।
Check Also
ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা
https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr
Social