তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রসোড়া পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই জনের। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাব্দুল সেখ ও শুভরাজ নন্দন । বাড়ি ভরতপুর থানার অন্তর্গত সিজগ্রামে। এদিন বিকেলে বহরমপুর থেকে মিটিং করে বাড়ি ফিরছিলেন ভরতপুরে নিজের বাড়িতে। তখন কান্দি থানার রসোড়া এলাকায় মোটর বাইককে ডাম্পার এসে ধাক্কা মারে এবং দুর্ঘটনায় গুরুতর জখম হয় দুইজন। আহত অবস্থায় দুইজনকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। যদিও ঘাতক ডাম্পার পলাতক।
Check Also
এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …