বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ চলন্ত ট্রেনের কম্পার্টমেন্টের ভিতরেই সন্তান প্রসব করলেন এক মহিলা। পরে রেল পুলিশের তৎপরতায় মা ও সন্তানকে হাসপাতালে ভর্তি করলেন বাবা। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা পেশায় রেলের ঠিকা কর্মী (ঝাড়ুদার) সমীরণ ভৌমিক বুধবার সন্ধ্যায় তার অন্তসত্ত্বা স্ত্রী পায়েল ভৌমিককে নিয়ে ট্রেনে করে নদীয়ার শান্তিপুরে শ্বশুর বাড়িতে আসছিলেন। পথে ফুলিয়া স্টেশন ছাড়ার পরই পায়েল দেবীর প্রসব যন্ত্রনা ওঠে এবং ট্রেনের কামরায় থাকা মহিলাদের সহযোগিতায় শান্তিপুর স্টেশন আসার আগেই এক কন্যা সন্তানের জন্ম দেন পায়েল দেবী।
পরে শান্তিপুর স্টেশনে ট্রেন ঢুকলে রেল পুলিশের সহযোগিতায় মা ও সন্তানকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মা ও কন্যা সন্তান দুই জনেই সুস্থ্ আছে বলে জানা যায়।
Social