দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়ার কোতুলপুর ট্যাক্সি ইউনিয়নের প্রতি বছরের ন্যায় এ বছরও পূজিত হচ্ছেন দেবশিল্পী বিশ্বকর্মা। কোভিড পরিস্থিতিকে মান্যতা দিয়ে।
কিন্তু এই বৎসর সেইভাবে ট্যাক্সি ইউনিয়ন গুলিতে গাড়ি ভাড়া নেই বললেই চলে, আর্থিক সংকটে চালকেরা। তাই খুব ছোটো করেই পূজা সারছেন তারা।