Breaking News

জেলা সভাপতির কথা অমান‍্য করেই ডিজে বাজিয়ে বিজয় মিছিল, উঠছে প্রশ্ন

  

    টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জয়লাভ করেছেন। আর সেই জয়লাভকে ঘিরে বর্ধমান শহরে ৩৫ নম্বর ওয়ার্ডে ডিজে বাজিয়ে মিছিল করে উচ্ছ্বাস করলেন এদিন রাতে তৃণমূলের কর্মীসমর্থকেরা। এদিকে বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ওইদিন সংস্কৃতি লোকমঞ্চ কর্মীসভায় এসে তিনি বলেছিলেন দিদির এই জয়লাভ কে ঘিরে কোনো উৎসব করা যাবে না কোনো মিছিল করা যাবে না। এখানেই প্রশ্ন তাহলে কি জেলা সভাপতির কথাকে অমান্য করেই এই উৎসব মিছিল করা হলো। 

‌ ‌    

    এদিকে ৩৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শনৎ বক্সি নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উখরে দিলেন। তিনি জানান যারা আজকেই বিজয় মিছিল বের করেছে তারা পাঁচিলের উপর চেপে ছিলেন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বিজেপি। এখন তৃণমূল ক্ষমতায় এসেছেন এখন তারা তৃণমূলে এদেরকে কখনও তৃণমূল করতে দেখিনি। যারা মমতা বন্দ্যোপাধ্যায় কথা এবং জেলা সভাপতির কথা শুনে না তারা কি করে তৃণমূলে, সামনে পৌরসভা ভোট আছে দলের টিকিট নেওয়ার জন্যই তারা এই বিজয় মিছিল করে উচ্ছ্বাস দেখাচ্ছে বলে তিনি জানান। তাহলে প্রশ্ন এরা কারা তৃণমূলের ব্যানার নিয়ে উচ্ছ্বাস মিছিল করলেন।

About Burdwan Today

Check Also

ডাক্তারবাবু মেয়েকে বাঁচান! সাপ নিয়ে হাসপাতালে হাজির বাবা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বিরে পলতা গ্রামে ঘটে গেল মর্মান্তিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *