টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সোমবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং বর্ধমান থানার সহযোগীতায় বর্ধমান স্টেশনে পরে থাকা দুঃস্থ পথ শিশুদের যারা এই লকডাউনে ঠিকমতো তাদের খাবার যোগার হয়না এবং সামনে আসছে যশ নামক ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের সময় যাতে তাদের কোনো খাবারের অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ ২০০জন বাচ্চা পথ চলতি দুস্থঃ শিশুদের শুকনো খাবার বিতরন করলেন। খাবারের মধ্যে ছিলো শুকনো চিড়ে ,কলা ,মিষ্টি,সহ নানা শুকনো সামগ্ৰী। এদিন এই খাদ্য বিতরনের পাশাপাশি মাস্কও বিতরন করা হয়।
বর্ধমান থানা এদিন মোট ৫০০জন শিশুদেরএই খাদ্য বিতরন করেন। তারমধ্যে শহরের কোড়া পাড়া এলাকায় ৩০০জন শিশুদের হাতে এই শুকনো খাদ্য তুলে দেওয়া হয়। এদিনের এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়, ডিএসপি হেড কোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, ট্রাফিক ডিএসপি সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
Social