টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের জেলা পুলিশের মানবিক মুখ দেখল শহরবাসী। করোনার মধ্যে দুঃস্থ পরিবার দের দেওয়া হলো খাদ্য সামগ্রী। জেলা পুলিশের মানবিক মুখকে সাধুবাদ জানিয়েছেন ২৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। খাদ্য সামগ্রী নিতে বেলপুকুরে ভিড় ছিলো চোখে পরার মতো।
২০২০ সালের করোনা সংক্রমণের কারনে দেশ বাসীর সুরক্ষার জন্য দেশ জুড়ে লকডাউনের ঘোষনা করা হয়। এরপর থেকে দফায় দফায় রাজে চলছে লকডাউন ও বিধিনিষেধ। টানা লকডাউন ও রাজ্য সরকারের বিধিনিষেধের কারনে কর্মহীন হয়ে পড়েছে রাজ্যের অধিকাংশ মানুষ। কর্মহীনের কারনে এক প্রকার অনাহারে দিনযাপন করছেন মানুষজন। অনাহারে দিনযাপন করা মানুষের পাশে থাকতে বর্ধমান জেলা এবং বর্ধমান শহরের বিভিন্ন এলাকার খাদ্য সামগ্রী দিয়ে চলেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।ফের শহরবাসীর পাশে থাকতে শুক্রবার বর্ধমান পৌরসভার ২৪ নং ওয়ার্ডের কাঞ্চননগর বেল পকুর জি এস এফ পি বিদ্যালয়ে দেওয়া হয় খাদ্য সামগ্রী। এদিন প্রায় আড়াইশো জনকে দেওয়া হয় খাদ্য সামগ্রী। এই খাদ্য বিতরনে উপস্থিত ছিলেন ডি এস পি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ অনান্য পুলিশ আধিকারিকরা।
Social