টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে কোভিড প্রতিরোধের উদ্দেশ্যে মাস্ক ও সাবান বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার বর্ধমান শহরের প্রান কেন্দ্র কার্জনগেট চত্বরে। এদিন শহরের পথচলতি ২ হাজার মানুষদের হাতে এই মাস্ক ও সাবান তুলে দেওয়া হয়। এদিন এই মাস্ক ও সাবান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ীকা শম্পা ধাড়া, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রমানিক, জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন এদিন এখানে।
এদিন সভাধিপতি তথা বিধায়ীকা শম্পা ধাড়া বলেন, মানুষকে আরও বেশি সচেতন হতে হবে আজ থেকে আমরা পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ মাস্ক ও সাবান দেওয়া শুরু করলাম আগামীদিনে জেলার প্রতিটি ব্লকে প্রতিটি পঞ্চায়েতে আমাদের জেলাপরিষদের সদস্যরা পৌছে দেবে মাস্ক ও স্যানিটাইজার। এছাড়াও তিনি আরও বলেন মানুষজন অনেকটাই সচেতন হয়েছেন পূর্ব বর্ধমান জেলায় এখন করোনার সংখ্যা অনেকটাই কম।
Social