টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ভবনে সোমবার পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলার উপস্থিতিতে জেলার ৩৪ জন ছাত্রছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন পড়ুয়ারা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত প্রায় ৫০০ জন এই প্রকল্পের জন্য আবেদন করেছে। আগামী দিনে নাম নথিভুক্তের সংখ্যাও বাড়বে।
জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, কো-অপারেটিভ ব্যাংক ভবনে ৩৪জন ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলাম। আমরা চাইছি আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী যেন এই প্রকল্পের আওতায় আসতে পারে। আমাদের জেলা থেকে ৫০০ জন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছে।
Social