টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ জেলায় ভোট পরবর্তী হিংসার মধ্যেই শাসক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে।বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পাশে তৃণমূল কংগ্রেসের সমর্থিত অ্যাম্বুলেন্স চালকদের সংগঠনের অফিসে ভাঙচুর চালানো হয়। পাল্টা একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের পাশাপাশি পুকুরের জলে ফেলে দেওয়া হয়।এই ঘটনায় বর্ধমান হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। কোভিড আবহের মধ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দলে আতঙ্কিত হয়ে পড়ে রুগীর আত্মীয়রা।
তৃণমূল নেতা আব্দুল রব বলেন শেখ সাহেবের নেতৃত্বে এ্যাম্বুলেন্স চালকদের সংগঠন অফিসে ভাঙচুর করা হয়। শেখ সাহেব তৃণমূল কংগ্রেস করলেও বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী খোকন দাসের বিরোধিতা করে।হাসপাতাল চত্বরে থাকা অ্যাম্বুলেন্স চালকদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসকে ভোট না দেওয়ার জন্য চাপ দেয়।এদিন শেখ সাহেব হাসপাতাল চত্বরে লোকজন নিয়ে অশান্তি পাকায়। অন্যদিকে শেখ সাহেব বলেন, আমি ৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। তাই আব্দুল রবের রাগ। নির্বাচনের ফলাফলের দিন দুপুরে তৃণমূল কংগ্রেসের নেতা আব্দুল রবের নেতৃত্বে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়। এদিনও তাকে হাসপাতালে চত্বরে ডুকতে বাধা দেয় আব্দুল রবের লোকজন।তারপর তার অবর্তমানে তার অ্যাম্বুলেন্সটি পুকুরে ফেলে দেওয়া হয়। অবশেষে বর্ধমান থানার পুলিশের সহযোগিতায় পুকুর থেকে ক্রেন দিয়ে অ্যাম্বুলেন্সটিকে তোলা হয় ।
Social