টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ জেলাজুড়ে নতুন রাস্তা তৈরি করতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। রাস্তার দৈর্ঘ্য ৯৩ কিলোমিটার। এই নতুন রাস্তা হবে জেলার ২৩টি ব্লকের মধ্যে। এই রাস্তা তৈরী করতে প্রায় ৩৪.৫ কোটি টাকা খরচ করা হবে বলে জানান জেলাপরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ীকা শম্পা ধাড়া।
এই নতুন রাস্তা হবার ফলে জেলাপরিষদের অন্তর্গত এলাকায় যাতায়াত ব্যবস্থা আরও ভালো হবে বলে জানান এদিন তিনি। এদিন তিনি আরও বলেন পূর্ব বর্ধমান জেলার ২৩টি ব্লকে সপ্তাখানিকের মধ্যে নতুন টেন্ডার পাশ করানো হবে জেলাপরিষদের পক্ষ থেকে।