দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ মঙ্গলবার ঝড় শিলাবৃষ্টিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় প্রচুর পাকা ধানগাছ শুয়ে পড়েছে। কেটে রাখা ধান জলের তলায় চলে যাওয়ায় চাষীদের মাথায় হাত পড়েছে। বৃষ্টির জল জমে নষ্ট হতে বসেছে ওই ধান। কতটা ধান তাঁরা বাঁচাতে পারবে তা নিয়ে ধান চাষীরা দিশেহারা। প্রতিদিন বৃষ্টি হওয়ায় মাঠ থেকে ধান বাড়িতে আসবে কিনা সেই নিয়ে চিন্তায় পড়েছে চাষীরা। এক ধান চাষী বলেন, গতকাল যে হারে ঝড় বৃষ্টি হয়েছে অনেক ধানের ক্ষতি হয়ে যাবে। তাছাড়া প্রায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে ধান জলের তলায়। কি করে এই ধান বাড়িতে নিয়ে যাব কিছুই বুঝে উঠতে পারছি না। আর এক চাষী বলেন, এই বোর ধান লাগানোর জন্য ঋণ নেওয়া হয়েছে এরপর ধান না পাওয়া গেলে শোধ করবো কিভাবে!
Social