দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ টানা কয়েক দিনের বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল শালী নদীর উপর অস্থায়ী বাঁশের সাঁকো। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল পঞ্চায়েতের অন্তর্গত ভগবতীপুর গ্রাম। এই গ্রামের বাসিন্দারা শালী নদীর উপর অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে পারাপার করেন। পারাপারের গুরুত্বপূর্ণ এই বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় সমস্যায় পড়েছেন ভগবতীপুর এলাকার বাসিন্দারা। এখন নৌকা করে চলেছে যাতায়াত।
ঐ এলাকার এক বাসিন্দারা জানান, সকাল সাড়ে ন’টা নাগাদ জলের তোড়ে ভেঙে যায় এই সাঁকো। আমাদের এখন নৌকা করে পারাপার করতে হচ্ছে।
Social