টুডে নিউজ সার্ভিস, হুগলীঃ প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত জলমগ্ন। বাদ নেই আরামবাগ মহকুমাও। আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। গৃহবন্দি মানুষজন। অসহায় মানুষের আর্তনাদ। এই মুহূর্তে আশ্রয়হীন হয়ে পড়েছে বহু মানুষজন। তাদের নিয়ে যাওয়া হয়েছে ত্রাণশিবিরে। শনিবার সেই জলমগ্ন এলাকা সরোজমিনে খতিয়ে দেখতে আরামবাগ পৌঁছালেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরামবাগ পৌঁছে সারাদিন ব্যস্ত হয়ে পড়লেন জলবন্দী অসহায় মানুষদের খোঁজ খবর নিতে। মানুষদের চরম দুর্দশা নিজ চোখে প্রত্যক্ষও করলেন।এই দুর্দশার জন্য তিনি ডিভিসিকে দোষারোপও করেন। তিনি সকলকে আশ্বস্ত করে পাশে থাকার বার্তাও দেন।
Social