আশিষ কুমার ঘোষ, হুগলীঃ বন্যায় জলবন্দি মানুষের পাশে লায়ন্স ক্লাব অফ তারকেশ্বর টাউন। গত কয়েক দিনের লাগাতার বৃষ্টি ও তার সঙ্গে ডিভিসির ছাড়া জলেতে জলমগ্ন হয়ে পড়েছে আরামবাগ, খানাকুল, তারকেশ্বর সহ বিস্তীর্ণ অঞ্চল, বাদ যায়নি তার পার্শ্ববর্তী অঞ্চল। মাত্রা অতিরিক্ত জলে পুনরায় জলমগ্ন হয়ে পড়েছে এই সকল এলাকার বিস্তীর্ণ অঞ্চল, বর্তমানে একপ্রকার গৃহবন্দি হয়ে অসহায় ভাবে দিনযাপন করছে এই সকল এলাকার মানুষ। এমত অবস্থায় তারকেশ্বরে স্বেচ্ছাসেবী সংস্থা লায়ন্স ক্লাব অফ তারকেশ্বর টাউন গত রবিবার দামোদর নদী সংলগ্ন পার্শ্ববর্তী কাঁড়ারিয়া পূর্বপাড়া ও কয়েত তলায় বন্যা পীড়িত মানুষদের হাতে শুকনো খাবার সহ প্যাকেজিং জলের প্যাকেট তুলে দিলেন ক্লাবের সদস্যরা।
উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ তারকেশ্বর টাউনের সভাপতি লায়ন মায়া পুরকাইত, সার্ভিস চেয়ারপার্সন তারক অধিকারী সহ লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে সুবীর সাঁতরা জানান, আর্ত মানুষের সেবার ব্রত নিয়ে লায়ন্স ক্লাব অফ তারকেশ্বর টাউন বিভিন্ন সময়ে কাজ করে চলেছে তা সে লকডাউন হোক বা দুর্গাপুজো। আজ আমরা এখানে আনুমানিক ১৫০ জন মানুষকে সামান্য কিছু সাহায্য করলাম আগামী দু-তিন দিন আমাদের এই প্রোগ্রাম চলবে।