বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ কৃষ্ণনগর নবদ্বীপ রেল জট খুলতে চলেছে এমনই আশা করা যায়। মঙ্গলবার কৃষ্ণনগরে আসলেন পূর্ব রেলের ডেপুটি ম্যানেজার। ডেপুটি ম্যানেজারের সঙ্গে কৃষ্ণনগরেই আলোচনায় বসলেন রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার। ২০১৭ সালে জমি জটের কারনে নবদ্বীপ কৃষ্ণনগর রেল লাইনের কাজ বাধাপ্রাপ্ত পায়। দীর্ঘদিন কেটে গেলও সেই কাজ এখনও পুনরায় শুরু হয়নি। নবদ্বীপ কৃষ্ণনগর রেলের কাজ পুনরায় শুরু করার জন্যই রানাঘাট সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে তা আবার শুরু হতে চলেছে। আশা করা যায় অতি দ্রুততার সঙ্গেই রেলের পুনরায় কাজ শুরু হবে বলেই এমনটাই জানালেন পূর্ব রেলের ডেপুটি ম্যানেজার।
এদিন বিভিন্ন পরিকল্পনা ও একাধিক বিষয় নিয়েও আলোচনা করেন জগন্নাথ সরকারের সঙ্গে ডেপুটি ম্যানেজার। ডেপুটি ম্যানেজার বলেন, যেসব জায়গায় জমি জোটের সমস্যা রয়েছে সেই জায়গা গুলোতে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গেই তিনি বিষয়টি খতিয়ে দেখতে যাবেন। এখন দেখার জমিজট সমস্যা কেটে গেলেই পুনরায় রেলের কাজ শুরু হবে বলে আশা করা যায়।
Social