সুপ্রিয় পরামানিক, দুর্গাপুরঃ চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু প্রসুতির। অভিযোগের তীর বেসরকারী এক নার্সিংহোমের বিরুদ্ধে। দুর্গাপুরের এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের ও লিখিত অভিযোগ দায়ের হলো দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে। সুবিচার না পেলে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানালেন মৃতার পরিবার। গত ২৬ সেপ্টেম্বর দুর্গাপুরের কাঁকসার পানাগড়ে বেসরকারি এক নার্সিংহোমে ভর্তি করা হয় দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙার বাসিন্দা বছর ৩৫-এর মধুমিতা নায়েককে, সেই দিনই রাতে মধুমিতার কন্যা সন্তানের জন্ম দেয়, এরপর থেকে এই প্রসুতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অভিযোগ বারবার বলা সত্ত্বেও ঐ নার্সিংহোমের চিকিৎসক অশোক গোস্বামী বিষয়টিকে গুরুত্ব দেয়নি, এই করে করে ৩০ তারিখ পর্যন্ত এই নার্সিংহোমেই চিকিৎসাধীন ছিল মধুমিতা নায়েক, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে প্রতিদিন, অভিযোগ অবস্থা বেগতিক বুঝে চিকিৎসক অশোক গোস্বামী মধুমিতাকে সুস্থ আছে বলে পরিবারের লোককে জানিয়ে দিয়ে তাকে ছেড়ে দেয় নার্সিংহোম থেকে।কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত মধুমিতা নায়েককে নিয়ে যাওয়া হয় সিটিসেন্টারে বেসরকারি এক হাসপাতালে, কিন্তু ততক্ষনে সব শেষ। কোলের সন্তান রেখে বাইশ তারিখ দুপুরে মৃত্যু হয় মধুমিতার। স্ত্রীর মৃত্যুর জন্য পানাগড়ের বেসরকারি ঐ নার্সিংহোমের চিকিৎসককে দায়ি করে মধুমিতার স্বামী জানান, অবিলম্বে এই চিকিৎসকের লাইসেন্স বাতিল করতে হবে। দুর্গাপুর থানায় অভিযুক্ত চিকিৎসক অশোক গোস্বামীর নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ও দুর্গাপুরের মহকুমা শাসককেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। মধুমিতার আত্মীয় ও পাড়া পড়শিরা জানিয়ে দিয়েছেন যদি অভিযুক্ত চিকিৎসক অশোক গোস্বামীর শাস্তি না হয় তাহলে প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন তারা।এইদিকে থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে মধুমিতা নায়েকের ময়না তদন্তের জন্য আসানসোল থেকে ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসক শুভজ্যোতি রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিমকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতাল থেকে।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানান,ময়না তদন্তের রিপোর্ট আসার পর পুলিশ তার নিজের মতো করে তদন্ত করবে।যদিও অভিযুক্ত চিকিৎসক ডক্টর অশোক গোস্বামী দুর্গাপুরে নেই, ফোনে তিনি মৃতার পরিবারের আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। গোটা ঘটনায় এখন শোকে আচ্ছন্ন মৃতার পরিবার চিকিৎসকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।