চাষের কাজে নেমে ধান চারা রোপণে স্বয়ং বিধায়ক

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ নিজের চাষ যোগ্য জমি নিজের হাতে চাষ করলেন ইন্দাস বিধানসভার বিধায়ক। সাধারণ মানুষের মতোই  কাঁধে গামছা সহকারে ধান গাছের চারা পুঁততে দেখা গেল স্বয়ং তাকে। বিধায়ক যে সাধারণ মানুষের ঊর্ধ্বে নয় এমনটাই প্রমাণ করলেন তিনি। বিধায়ক সাংবাদিকদের সম্মুখে বলেন, আমরা গ্রাম বাংলার ছেলে। চাষই আমাদের প্রধান জীবিকা । বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের চিত্র দেখছি বা শুনেছি এখানে শিল্প নামক কিছুই নেই। বেকার ছেলেরা কি করবে চাষ-আবাদ ছাড়া? চাষাবাদ করে সংসার তো চালাতে হবে, না খেয়ে তো মরতে পারে না। বেকারত্বের জ্বালা মেটাতে যুবসমাজকে শিল্পের উপর ভিত্তি করলে চলবে না, চাষের দিকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, আমি বিধায়ক হিসেবে কখনোই নিজের গর্ব করি না, আমি বর্তমানে আমার জনসেবা কাজ ছাড়াও চাষাবাদে লিপ্ত আছি, তাছাড়া টিউশনও পড়াই। আমার বাবা বয়স্ক উনি একা পেরে ওঠেন না তাই ছেলে হিসেবে আমিও বাবার সাথে নিজের হাতে মাঠের কাজে নেমেছি।

About Burdwan Today

Check Also

মন্তেশ্বরে দুয়ারে সরকার নিয়ে প্রস্তুতি বৈঠক

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে নবম পর্যায়ে  দুয়ারে সরকারের কর্মসূচি। মন্তেশ্বর ব্লকের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *