টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ চলতি মরসুমে কৃষিক্ষেত্রে বিদ্যুতের সমস্যা মেটাতে এগ্রি মেকানিক্যাল ডিগ্রি মার্কেটিং ও চাষীদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয় জেলা পরিষদের অঙ্গীকার হলে।শুক্রবার জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া এই বৈঠকের নেতৃত্ব করেন কৃষিক্ষেত্রে ব্যবহার করা বিদ্যুতের বকেয়া সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এদিন বিদ্যুৎ দপ্তরের অভিযোগ বেশ কিছু বকেয়া বিদ্যুৎ বিল বাকি থাকায় তারা পরিষেবা বন্ধ করে দিয়েছেন এর ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা, চলতি মরসুমে কৃষিক্ষেত্রে সাবমারসিবল ও অন্যান্য যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ অবশ্যাম্ভাবী। তাই দ্রুত এই সমস্যার সমাধান করে পুনরায় সংযোগ দেয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়া হয় এই বৈঠক থেকে।
জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন উভয়পক্ষের সাথে আলোচনা হয়েছে আমরা দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছি যে সব জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে সেগুলি দ্রুত সংযোগ করার জন্য বলা হয়েছে।
Social