টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বারংবার বিজেপি কর্মীর উপর হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটছে বর্ধমান শহরের ১৮নং ওয়ার্ডের ভাতছালা এলাকায়। বিজেপি কর্মী লক্ষী মান জানান, বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পরের দিনই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমানের নেতৃত্বে শ’খানেক দুষ্কৃতী আমার বাড়িতে হামলা চালায় এবং খুনের হুমকি দেয়। তারপর থেকে বাড়ি ছাড়া ছিলাম। জেলা পুলিশের আশ্বাসে ৩১ মে বাড়ি ফিরি। তিনি আরো জানান, ফের রবিবার স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা প্রদীপ রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন এসে বাড়িতে হামলা চালায়। এই বিষয়ে বর্ধমান থানায় জানানো হলে ঘটনা স্থলে আসে পুলিশ।
এদিন তৃণমূল নেতা পল্লব দাস জানান বিজেপি নেতা-কর্মীদের কাজই হলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা। এই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান জানান, ঘটনার সঙ্গে আমি বা আমার এলাকার দলীয় কর্মীরা যুক্ত নয়। পুলিশ সম্পূর্ণ ঘটনা তদন্ত করেছে, দোষী হলে ব্যবস্থা নিত যদিও এই ঘটনায় মূল অভিযোগ করছে ওই মহিলা স্থানীয় প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমানের বিরুদ্ধে।
Social