টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গ্রাহকদের থেকে সরাসরি অভিযোগ শুনতে আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিষেবা চালু করলো ভারত পেট্রোলিয়াম। বুধবার বর্ধমানের একটি অভিজাত হোটেলের সভাকক্ষে সাংবাদিক বৈঠক করে এই পরিষেবার কথা ঘোষণা করলেন তাঁরা। এলপিজি, পেট্রোল, বাণিজ্যিক ফুয়েল সংক্রান্ত যে কোনোও অনুসন্ধান বা অভিযোগ জানানো যাবে এই নম্বরে। সারা দেশের মধ্যে একটি নম্বরেই পরিষেবা পাবেন গ্রাহকরা বলে জানিয়েছেন তাঁরা। পাশপাশি যারা গ্রাহক নয় তাঁরাও অনুসন্ধান করতে পারবেন বলে জানিয়েছেন তাঁরা।
Check Also
একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …
Social